• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১৮:২৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

মোংলা বন্দরের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বৃহঃস্পতিবার ১লা ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:০১



মোংলা বন্দরের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : সংগৃহীত

সৈকত মন্ডল,বাগেরহাট প্রতিনিধি:

মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৯৫০ সালের এইদিনে যাত্রা শুরু হয় বন্দরটি। যাত্রা শুরুর ১০ দিনের মাথায় ১১ ডিসেম্বর পশুর চ্যানেলের জয় মনিরঘোলে 'দি সিটি অব লিয়নস' নামে প্রথম ব্রিটিশ পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ নোঙ্গরের মধ্যদিয়ে মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়। এরপর ১৯৮৭ সালে পোর্ট অব চালনা অথরিটি অ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ ও পরবর্তীতে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে দিবসটি উদযাপন করা হয়। 

এ উপলক্ষে বন্দর গেট থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবাষির্কীর উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মাদ মুসা। পরে বন্দর কৃতিত্বপূর্ণ কাজের জন্য নির্বাচিত কর্মকর্তা-কর্মচারী ও বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->