• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১১:৩৬ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

লেবু গাছ নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার হাতে চাচা যখম


রবিবার ৩০শে জুন ২০২৪ বিকাল ০৫:০১



লেবু গাছ নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার হাতে চাচা যখম

ছবি: চ্যানেল এস

মনোয়ার হোসেন, কুমারখালী: 

 কুষ্টিয়ার কুমারখালীতে লেবু গাছ নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার দায়ের কোপে গুরুতর যখম হয়েছেন চাচা। আহত মো. কবির হোসেন যদুবয়রা ইউনিয়নের পরানপুর গ্রামে  মো. জহর আলী  শেখের ছেলে। 

 শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার যদুবয়রা ইউনিয়নের পরানপুর গ্রামে  এই ঘটনা ঘটে। আহতের স্বজনরা জানায়, বাড়ির সামনে একটি লেবু গাছ তোলাকে কেন্দ্র করে মো. কবির হোসেনে স্ত্রীর সঙ্গে বড় ভাই রবিউল ইসলামের স্ত্রীর কথা কাটাকাটি হয়। 

এক র্পযায়ে আহত কবির হোসেন বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করার চেষ্ঠা করলে বড় ভাই রবিউলের ছেলে সুমন শেখ বাধা দেয়ার এক র্পযায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে যখম করে। আহত অবস্থায় কবির হোসেনকে  কুমারখালী উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানায় যদুবয়রা ইউনিয়নের থানা পুলিশ। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->