খুলনা প্রতিনিধি:
পুলিশের মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রী পুলিশের জন্য যে বিনিয়োগ করেছেন, সে বিনিয়োগের প্রতিদান দিয়ে জনগণকে সেবা করে যাচ্ছে পুলিশ বাহিনী।
বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন তিনি ।
এ সময় খালিশপুরে পুলিশ অফিসার্স কোয়ার্টার, বয়রা পুলিশ ফাঁড়ির ৬ষ্ঠ তলা ভবন এবং পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডসহ বিভিন্ন প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি।
পরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে একটি ঔষধি গাছের চারা রোপন করেন আইজিপি।
অনুষ্ঠানে কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক এবং খুলনা রেঞ্জ ডিআইজি মইনুল হক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ