• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৯:২৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

তিন পেসার নিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের


শনিবার ৭ই অক্টোবর ২০২৩ সকাল ১১:১৭



তিন পেসার নিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ বরাবরই পেসবান্ধব। আজকেও এর ব্যতিক্রম হয়নি। ম্যাচের শুরুতে পেসাররা ভালো সুবিধা আদায় করে নিতে পারবে উইকেট থেকে। দ্রুত উইকেট ফেলতে পারলে চাপে ফেলা যাবে প্রতিপক্ষকে। এমন ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 

আজ (৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ভারতের ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। 

আজকের ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছে চার বাংলাদেশি ক্রিকেটারের। তানজিম তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলামের এটিই প্রথম বিশ্বকাপ। 

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে কারা ওপেন করবেন, সেটি নিয়ে চলছিল নানা আলোচনা। টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে অভিজ্ঞ লিটন দাস ও অভিষিক্ত তামিমের ওপর। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই হেসেছিল তামিমের ব্যাট। ওয়ানডাউনে নামবেন শান্ত। 

পেসবান্ধব উইকেটে নতুন বলে শুরুটা করবেন তাসকিন আহমেদ। তাকে সঙ্গ দেবেন মুস্তাফিজুর রহমান ও অভিষিক্ত শরিফুল। 

টসে জিতে বোলিং নেওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘এই মাঠে শুরুতে পেসাররা সুবিধা পাবে। বোলাররা ভালো করতে পারলে রান তাড়া করাটা সহজ হয়। আশাকরি, সবাই ভালো খেলবে। শুরুটা ভালো করা খুব গুরুত্বপূর্ণ।’ 

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 
 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->