• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১০:৪১:৫৮ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেফতার


বৃহঃস্পতিবার ১২ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৪০



ডুমুরিয়ায় অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেফতার

গ্রেফতারকৃত অজ্ঞান পার্টির ৮ সদস্য।

জাহাঙ্গীর আলম মুকুল, ডুমুরিয়া প্রতিনিধি :

খুলনা ডুমুরিয়ায় স্বর্ণ,রুপার অলংকার ও একটি মোটরসাইকেল সহ আন্তঃজেলা অজ্ঞান পার্টির ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার(১২জানুয়ারী) দুপুরে ডুমুরিয়া থানা চত্ত্বরে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো সাতক্ষীরার মোঃ আলমগীর হোসেন, শেখ পলাশ আহম্মেদ, সামাদ মিস্ত্রী, জিয়াউর এবং খুলনার শেখ আরিফুল ইসলাম, রমযান আলী, শরিফুল এবং বাবুল হোসেন। 

সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে ডুমুরিয়া ও আশপাশের এলাকায় চেতনানাশক ঔষধ প্রয়োগ করে সাধারণ মানুষের সর্বস্ব লুট করে আসছিল বলে ব্রিফিংয়ে জানানো হয়। 

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->