• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫০:২৯ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে কর্মশালা


বুধবার ১৪ই সেপ্টেম্বর ২০২২ সকাল ০৭:০৬



কিশোরগঞ্জে শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে কর্মশালা

কিশোরগঞ্জে শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে কর্মশালা

কিশোরগঞ্জে ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ছায়নীড় এর পরিচালনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব সামছুল আলম চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন ছায়ানীড় এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মান্নান মানিক ও আজীবন সদস্য অধ্যাপক মোহাম্মদ শামছুদ্দোহা।

কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন ছায়ানীড় এর নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।

কর্মশালায় স্কুল-কলেজের শিক্ষক, সাংবাদিক, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিকর্মী অংশ নেন।

এতে প্রমিত বাংলা বানানের নিয়ম সম্পর্কে আলোকপাত এবং শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ বিষয়ে ধারণা দেওয়া হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->