চতুর্থ বাংলাদেশি ও প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন জাকির হাসান। ২২১ বল খেলে ম্যাজিক থ্রির দেখা পান এই টাইগার সেনসেশন। ১২ চার এবং এক ছক্কায় এই ইনিংস সাজান বাহাতি এ ব্যাটার।
এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরেও দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। পরে দলকে এগিয়ে নেন জাকির হাসান। অপর ওপেনার নাজমুল হোসেন শান্ত করেন ৬৭ রান। এছাড়া ইয়াসির আলী ৫ এবং লিটন দাস যোগ করেন ১৯ রান। দলীয় ২০৮ রানের মাথায় অশ্বিনের বলে কোহলির কাছে কাচ দিয়ে বিদায় নেন সেঞ্চুরিয়ান জাকির হাসান।
চট্টগ্রামে প্রথম টেস্টের চতুর্থ দিনে ভারতের দেয়া ৫১৩ রান তাড়া করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিকুর রহিম ব্যাটিংয়ে আছেন ৪২ বলে ১৯ রানে এবং সাকিব আল হাসান অপরাজিত আছেন ১৯ বলে ১৭ রানে। বাংলাদেশের দলীয় সংগ্রহ ৮৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান।
এর আগে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজু
মন্তব্য করুনঃ