• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৫:৩৯ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

যশোরের ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক


বৃহঃস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:৩৩



স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্টে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। 

বুধবার রাত ১০ টার দিকে বেনাপোলমুখী একটি পিকআপ থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারীরা হলেন কুমিল্লার দাউদকান্দির মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক এবং চাঁদপুরের জেলার মতলব থানার উত্তর ইসলামপুর গ্রামের আব্দুল বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার ম‚ল্য প্রায় সাড়ে ১৫ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। 

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->