• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৮:৫০ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

বাঘারপাড়ায় সড়ক দূর্ঘটনায় ৪০ বাস যাত্রী আহত


বৃহঃস্পতিবার ৫ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬



বাঘারপাড়ায় সড়ক দূর্ঘটনায় ৪০ বাস যাত্রী আহত

দূর্ঘটনাকবলিত বাস

বিল্লাল হোসেন, বাঘারপাড়া প্রতিনিধি :

যশোরের বাঘারপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে অন্তত ৪০জন যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার(৫ জানুয়ারী) সকাল ৯ টার দিকে বাঘারপাড়া পৌরসভার বলদেঘাটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘারপাড়া থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। এসময় অন্তত ৪০ যাত্রী আহত হন। 

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। তবে গুরুতর আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->