• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৮:৪৪ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

কন্যা সন্তানের বাবা হলেন লিটন


শুক্রবার ১৭ই নভেম্বর ২০২৩ সকাল ১০:৩৮



কন্যা সন্তানের বাবা হলেন লিটন

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

স্ত্রী সন্তানসম্ভবা থাকায় বিশ্বকাপ চলাকালে দুই দফায় দেশে এসেছিলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। যা নিয়ে দ্বিতীয়বার তাকে সমালোচনায়ও পড়তে হয়েছিল। এরপর বিশ্বকাপযাত্রা শেষ করে আগেভাগেই দেশে ফিরেছেন টাইগাররা। এরই মাঝে সুখবর পেলেন লিটন। বাবা হয়েছেন দেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লিটনের পারিবারিক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। 

জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকাল ৯.২৭ মিনিটে লিটন কন্যা সন্তানের বাবা হয়েছেন। এর আগে কাল (বুধবার) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে ছবি দিয়ে আনুষ্ঠানিকভাবে বাবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন লিটন। বেবি শাওয়ারের ছবি প্রকাশ করে ওই পোস্টে তিনি সবার কাছে দোয়া চান। 

পরে এক ফেসবুক পোস্টে লিটন নিজেই বাবা হওয়ার খবর জানিয়েছেন। তিনি লিখেন, ‘আজ সকাল ৯.২৭ মিনিটে আমরা একটি ছোট্ট রাজকন্যা পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদেরকে আপনাদের সু-বিবেচনায় রাখুন।’

এর আগে স্ত্রীর পাশে থাকতে জাতীয় দলের আসন্ন সিরিজ থেকে লিটন ছুটি চান বলে জানা গিয়েছিল। নিউজিল্যান্ডের সঙ্গে আগামী ২১ নভেম্বর থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে সাকিব আল হাসান না থাকায় টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছিলেন লিটনই। এরপরই শোনা যায় তার ছুটি চাওয়ার কথা। 

বিশ্বকাপে ব্যর্থতার জন্য রীতিমতো কাঠগড়ায় এখন বাংলাদেশ ক্রিকেট দল। সেই হতাশা ভুলে কিউই সিরিজ দিয়ে নতুন করে শুরু করে চায় লিটনরা। তার জন্যনিউজিল্যান্ডের বিপক্ষে দল গোছানো নিয়ে তোড়জোড় চলছে। এর আগে কাঁধের ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপ শেষে এবার বিশ্রামে থাকবেন টাইগার এই পেসার। মূলত মাসেল টিয়ারের সমস্যায় ভুগছেন তাসকিন। তাই ঝুঁকি না নিতেই আসন্ন টেস্ট সিরিজে বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া দলে নেই চোটে থাকা এবাদত হোসাইন ও নিয়মিত অধিনায়ক সাকিব। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->