• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:০০:৪১ (01-May-2024)
  • - ৩৩° সে:

রিয়াল মাদ্রিদ কখনো মরে না: কার্লো আনচেলত্তি


বৃহঃস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪ দুপুর ০১:৪৪



রিয়াল মাদ্রিদ কখনো মরে না: কার্লো আনচেলত্তি

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে জিতলেই সেমিফাইনাল। এমন সহজ সমীকরণ ছিল দু'দলের সামনে। দ্বিতীয় লেগ ইতিহাদে হওয়ায় কিছুটা এগিয়ে ছিল ম্যানসিটি। তবে ম্যানসিটির ঘরের মাঠে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লস ব্লাঙ্কোরা। এমন জয়ে বেশ উচ্ছ্বসিত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। 

বুধবার (১৭ এপ্রিল) নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১ গোলে সমতায়। এরপর টাইব্রেকারে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় লস ব্লাঙ্কোরা। আধুনিক চ্যাম্পিয়ন্স লিগের হিসেবে রেকর্ড ১৭তম বার ফাইনালে উঠেছে রিয়াল। 

শ্বাসরুদ্ধকর এমন জয়ের পর আনচেলত্তি বলেন, ‘সবাই ভেবেছিল আমরা বুঝি শেষ হয়ে গিয়েছি। কিন্তু সেটা কেউই করতে পারবে না। রিয়াল মাদ্রিদ কখনো মরে না।’  

এমন চাপের মুখে জয় ছিনিয়ে আনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখান (ইতিহাদ) থেকে বেঁচে ফেরার একটাই উপায়, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমরা সেটা করেছি এরপর রক্ষণভাগ ভালোভাবে সামলেছি। সিটির বিপক্ষে এটা ছাড়া আর কোনো পথ নেই।’ 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ