• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৮:৪৬ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০২:০২ পিএম, ২১ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত


সোমবার ২১শে নভেম্বর ২০২২ দুপুর ০২:০২



খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ছবি : সংগৃহীত

খুলনায় ট্রাকের ধাক্কায় মুসাব্বির হোসেন নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর দৌলতপুর মিনাক্ষী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসাব্বির কেএমপির সহকারী কমিশনারের (খালিশপুর) দেহরক্ষী ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, সোমবার সকালে ফায়ারিং প্রশিক্ষণে যাওয়ার পথে মিনাক্ষী মোড় এলাকায় একটি ট্রাক মুসাব্বিরকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->