• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:৪২:৩০ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

যে বিশ্বকাপ রেকর্ড কেবল মেসিরই


রবিবার ২৭শে নভেম্বর ২০২২ বিকাল ০৪:২৩



যে বিশ্বকাপ রেকর্ড কেবল মেসিরই

ছবি : সংগৃহীত

রেকর্ডের আরেক নাম লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৮৭ মিনিটে এনজো ফার্নান্দেজকে দিয়ে গোল করিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে এসিস্টের রেকর্ড গড়লেন এই ফুটবল মহাতারকা।

ম্যাচের ৮৭ মিনিটে বা’প্রান্ত থেকে মেসির বাড়ানো বলে দারুণ এক বেনানা কিকে ওচোয়াকে দর্শক বানিয়ে দিলেন। এর সাথে সাথে নতুন আরেকটি রেকর্ড করলেন এলএম টেন। টানা পাঁচ বিশ্বকাপে অ্যাসিস্ট করা একমাত্র খেলোয়াড় এখন শুধুই মেসি।

২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়া মন্টেনেগ্রোর বিপক্ষে হার্নান ক্রেসপোকে দিয়ে গোল করিয়েছিলেন মেসি। বিশ্বকাপে আকাশি-সাদা জার্সিতে অভিষেক হয় এই জাদুকরের। সেই ম্যাচেই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সে এক ম্যাচে গোল ও এসিস্টের রেকর্ডও করেছিলেন এলএমটেন।

২০১০ সালে মেক্সিকোর বিপক্ষে কার্লোস তেভেজকে দিয়ে গোল করিয়েছিলেন মেসি। ২০১৪ সালে রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডের বিপক্ষে ডি মারিয়াকে দিয়ে গোল করিয়েছিলেন তিনি।

২০১৮ সালে রাউন্ড অব সিক্সটিনথে ফ্রান্সের বিপক্ষে মার্কাদোকে দিয়ে গোল করিয়েছিলেন মেসি। যদিও ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আর্জেন্টিনা।

এর আগে, শনিবার কাতারের লুসাইল মাঠে যেন আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৬৪ মিনিটে ডানপ্রান্তে আনহেল ডি মারিয়া বলের যোগান পেয়ে বাড়িয়ে দেন বক্সের বাইরে থাকা মেসির দিকে। একদম মাপা শটে মেক্সিকোর ডিফেন্সকে বোকা বানালেন মেসি। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পেলেন না ‘মেক্সিকোর শেষ প্রাচীর’ হয়ে দাঁড়িয়ে থাকা ওচোয়া। এর মাধ্যমেই স্বদেশী কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনার রেকর্ড স্পর্শ করেছেন মেসি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ