• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৩:৩৫ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

নির্বাচনী তফসিল প্রত্যাখ্যানের ঘোষণা ইসলামী আন্দোলনের


বুধবার ১৫ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৩



নির্বাচনী তফসিল প্রত্যাখ্যানের ঘোষণা ইসলামী আন্দোলনের

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচন কমিশনকে অবৈধ বলেও উল্লেখ করেছে দলটি।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে বাইতুল মোকাররম মসজিদের সামনে সমাবেশ করে ইসলামী আন্দোলন। তাতে দলটির প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লা আল মাদানী বলেন, দেশের জনমানুষের চাওয়ার বাইরে শেখ হাসিনার অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা মেনে নেয়া হবে না। তফসিল ঘোষণা করা হলে সারাদেশে বিক্ষোভ মিছিল ও জেলায় জেলায় কঠোর আন্দোলন করা হবে।

সন্ধ্যায় তফসিল ঘোষণার প্রতিবাদে সমাবেশ শেষে ইসি অভিমুখে যাত্রা করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন, কাকরাইল মোড় হয়ে শান্তিনগর এলে পুলিশ ব্যারিকেড দেয়। পরে সেখানেই মিছিল শেষ করে ফিরে যায় নেতাকর্মীরা।

প্রসঙ্গত, আজ সকালে ইসি সচিব জাহাংগীর আলম জানান, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তাতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। প্রতিবার রেকর্ড করা ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হলেও এবার সরাসরি ভাষণের মাধ্যমে তা দেয়া হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->