• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৫৭:২৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছা সেবক নিহত


শনিবার ১২ই নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৫৮



ফাইল ফটো

বাগেরহাটে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়া নিহত হয়েছেন। 

শুক্রবার রাত ৯টায় শহরতলীর নাগেরবাজার এলাকায় তানু ভূঁইয়ার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তানু ভুইয়া বাড়ির সামনে বের হলে আগে থেকে ওঁৎপেতে থাকা অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এদিকে হত্যাকারীদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন তানু ভূঁইয়ার স্বজনরা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->