• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ রাত ০৮:৩৭:১৫ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না: ওবায়দুল কাদের


বুধবার ১৬ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:৫৬



বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না: ওবায়দুল কাদের

ছবি সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না। 

বুধবার (১৬ নভেম্বর) বরগুনা জেলা আওয়ামী লীগের অষ্টম ত্রিবার্ষিক সম্মেললে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

সেতুমন্ত্রী কাদের বলেন, ‘বিএনপি আবার আগুন নিয়ে খেলতে চাইলে তা জনগণ প্রতিহত করবে। ডিসেম্বরে আমাদের মাঠে থাকতে হবে। তাই সব নেতাকর্মীকে এখনই প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ডিসেম্বরজুড়ে ভোট চোর, দুর্নীতিবাজ এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা প্রদানকারীদের বিরুদ্ধে খেলা হবে।’ 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, টাকার বস্তার ওপর বসে ছিলেন মির্জা ফখরুল। এখন টাকা ফুরিয়ে গেছে, তাই তার কণ্ঠস্বর নরম হয়েছে। বিএনপি কাপুরুষের দল। 

সেতু মন্ত্রী বলেন, ’৭৫-এর পর শেখ হাসিনার মতো আর কোনো নেতা এত জনপ্রিয় হয়নি। এর অন্যতম কারণ তার সততা। কিন্তু এখন দলের মধ্যে কর্মীর চেয়ে নেতা বেশি। মশারির মধ্যে মশারি খাটাবেন না। দলে কোনোভাবেই যেন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদকসেবী এবং বিএনপি-জামায়াতের লোক ঢুকতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 

অচিরেই ফরিদপুর-কুয়াকাটা সড়কের ছয় লেনের কাজ শুরু হবে বলে জানান তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ