• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ সকাল ০৭:৪৪:৩৪ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

এআইইউবি আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ


রবিবার ৪ঠা সেপ্টেম্বর ২০২২ ভোর ০৪:৫৭



এআইইউবি আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) অফিস অব স্পোর্টর্সের উদ্যোগে আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরীর ৩২টি কলেজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

ফাইনাল ম্যাচে বিএএফ শাহীন কলেজ ঢাকা ১-০ গোলে রাজউক উত্তরা মডেল কলেজকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে। এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ফাইনাল হিসাবে নির্বাচিত হন বিএএফ শাহীন কলেজের বাপ্পী, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের সাজ্জাদ, সেরা গোলকিপার হিসাবে নির্বাচিত হন বিএএফ শাহীন কলেজের জিশাদ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসাবে নির্বাচিত হন রাজউক উত্তরা মডেল কলেজের জীবন। 

আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এআইইউবির রেজিস্ট্রার জনাব পিউস কস্তা বিজয়ী দল ও রানার্স আপ দলসহ খেলোয়ারদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট আফেয়ারর্সের পরিচালক জনাব মনজুর এইচ খানসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অংশগ্রহণকৃত কলেজসমূহের প্রতিনিধিবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->