মঙ্গলবার (৬ আগস্ট) ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ বি এম রেজাউল করিম ফকির। সঞ্চালনায় ছিলেন ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মি. বিপুল চন্দ্র দেবনাথ।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ব এখন জ্ঞানভিত্তিক অর্থনীতি দ্বারা পরিচালিত হচ্ছে। বিশ্বায়নের এ যুগে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞানভিত্তিক অর্থনীতির নেতৃত্ব দিতে হবে।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থেকে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাষা ও সংস্কৃতি বিভাগের সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ড. মো. আফজাল হোসেন ও ইংরেজি ভাষা বিভাগের সমন্বয়ক মো. নবীনুর রহমান।
এইচআর/আরএইচ
মন্তব্য করুনঃ