• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৪৯:৫৮ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা


শনিবার ৭ই অক্টোবর ২০২৩ দুপুর ০২:৩৩



দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:  

বিশ্বকাপের তৃতীয় দিনের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নিয়েছে শ্রীলঙ্কা। শনিবার (৭ অক্টোবর) ভারতের দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটা শুরু হবে ম্যাচটি।

ম্যাচে কাগজ কলমের শক্তি, পরিসংখ্যান আর সাম্প্রতিক ফর্ম, সব বিবেচনায় শ্রীলঙ্কার থেকে ঢের এগিয়ে প্রোটিয়ারা। তবে এখন পর্যন্ত বিশ্বকাপে শিরোপা-স্বপ্ন পূরণ হয়নি প্রোটিয়াদের। চোকার হিসেবে খ্যাত দলটি এখন পর্যন্ত পেরুতে পারেনি সেমিফাইনালের গণ্ডিও। অপরদিকে, ১৯৯৬ বিশ্বকাপের আসরে অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল লঙ্কানরা। এরপর ২০০৩ অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল দলটি। এছাড়া ২০০৭ সালে অস্ট্রেলিয়া ও ২০১১ আসরে ভারতের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয় শ্রীলঙ্কা।

ক্রিকেটের মহা আসরে নিজেদের প্রথম ম্যাচ জিতে সামনে এগিয়ে যাওয়ায় লক্ষ্য দুই দলেরই। ইনজুরিতে আক্রান্ত হয়ে শেষ মুহূর্তের দল ঘোষণায় পেসার অ্যানরিখ নরকিয়া ও সিসান্ডা মাগালা ছাড়াই বিশ্বকাপ আসরে পা রাখে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা, পেসার দুশমান্থা চামেরা ও লাহিরু মাদুশঙ্কাকে ছাড়াই বিশ্বকাপ মঞ্চে এসেছে শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকার একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদা।

শ্রীলঙ্কার একাদশ:

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->