• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:১৫:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: প্রাক্তন মার্কিন কংগ্রেসম্যান


সোমবার ৮ই জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৩৪



ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: প্রাক্তন মার্কিন কংগ্রেসম্যান

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক:  

দ্বাদশ জাতীয়সংসদ নির্বাচনপর্যবেক্ষণে আসাপ্রাক্তন মার্কিনকংগ্রেসম্যান জিমবেটস বলেছেন, বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ, ভোট হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীরএকটি পাঁচতারকা হোটেলেপ্রেস ব্রিফিংয়েতিনি এমন্তব্য করেন।আমন্ত্রিত পর্যবেক্ষকদেরজন্য সরকারিব্যবস্থাপনায় এই প্রেস ব্রিফিংঅনুষ্ঠিত হয়।সেখানে একেএকে বিভিন্নপর্যবেক্ষক তাদেরপ্রতিক্রিয়া ব্যক্তকরেন। সাংবাদিকদের একপ্রশ্নের জবাবেপ্রাক্তন মার্কিনকংগ্রেসম্যান জিমবেটস বলেন, আমি যেটিদেখেছি, সেটিহচ্ছে নির্বাচনশান্তিপূর্ণ, অবাধও সুষ্ঠুহয়েছে। 

বাংলাদেশে ভোট গ্রহণের সময় কম- এমন  মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীর অন্য কোন দেশেই আট ঘণ্টায় ভোট গ্রহণ শেষ হয় না। সংবাদ সম্মেলনে উপস্থিত যুক্তরাষ্ট্রের আরেক পর্যবেক্ষক, আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিসের প্রধান নির্বাহী আলেক্সান্ডার গ্রে বলেন, আমি নিজের চোখে যা দেখেছি, সেটি হচ্ছে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচনটি দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। ভোটাররা উৎসাহের সঙ্গে কেন্দ্রে গেছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->