• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০১:২৬ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

০৩:৫৭ পিএম, ১৯ ফেব্রুয়ারী ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
জাতীয় নির্বাচন

সংরক্ষিত নারী আসনে ৫০ প্রার্থীর মনোনয়ন বৈধঃ ইসি


সোমবার ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৫৭



সংরক্ষিত নারী আসনে ৫০ প্রার্থীর মনোনয়ন বৈধঃ ইসি

ছবি: সংগৃহীত

সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস:  

দ্বাদশ সংসদ নির্বাচনের রেশ এখনো কাটেনি। নির্বাচনের পর শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। গঠিত হয়েছে মন্ত্রীসভা। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে কার্যক্রম শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এবার আলোচনায়, কারা বসছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে। সে অপেক্ষারও অবসান হয়ে গেছে ইতোমধ্যে। ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের ৪৮ জন এবং জাতীয় পার্টির ২ জন মনোনীত সংসদ সদস্য প্রার্থী। ৫০ জন প্রার্থীর মনোনয়নই বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

১৯ ফেব্রুয়ারি সোমবার সকালে সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই করা হয় প্রার্থীদের উপস্থিতিতেই। যাচাইবাছাই শেষে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার জানান, কোনো ধরনের অভিযোগ আসেনি কোনো প্রার্থীর মনোনয়নপত্রের বিরুদ্ধে। একারনে সকল প্রার্থীকেই বৈধ বলে ঘোষণা করা হচ্ছে। 

এদিকে মনোনয় বৈধ ঘোষনার পর নিজেদের অনুভূতি প্রকাশ করেন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থরা। নিজ নিজ এলাকায় উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হাত রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। 

তফসিল অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে প্রার্থীতার বিরুদ্ধে। আপিল নিষ্পত্তির সময় ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৫ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থীতা প্রত্যাহার না করলে সেক্ষেত্রে আর প্রতীক বরাদ্দের প্রয়োজন হবে না। প্রতিদ্বন্দ্বী না থাকায় বৈধ প্রার্থীদের ঘোষণা করা হবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হিসেবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->