• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০২:১৭:০৩ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর


বৃহঃস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:২২



নারায়ণগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টায় সোনারগাঁওয়ের আষাড়িয়ারচর এলাকায় এ ঘটনায় ঘটে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বুধবার রাত ৮টায় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, হামলা ভাংচুরের ঘটনা ঘটে। 

সংঘর্ষে দু’পক্ষের ইমন মিয়া, আরিফ হোসেন, মেহেদী হাসান, বাবুল মিয়া, সবুর খান ও আব্দুল জলিল আহত হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->