ডেপুটি স্পীকার এ্যাড. শামসুল হক টুকু বলেছেন, শতভাগ শিক্ষিত জাতি গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। উন্নয়নের বাকী কাজ সম্পন্ন করতে আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে বিজয়ী করার আহ্বান জানান। সোমবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ