• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:১২:০৪ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনা-ফ্রান্সের ভাগ্য নির্ধারণ কাল


শনিবার ১৭ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:১০



আর্জেন্টিনা-ফ্রান্সের ভাগ্য নির্ধারণ কাল

No Caption

কাল (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এ দিনই ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর চূড়ান্ত বিজয়ীর নাম উঠে আসবে।

ফাইনালে মাঠে নামার আগে অনুশীলন করেছে দু’দলই। অবশ্য এদিন ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা আর্জেন্টিনার ফুটবলারদের অনুশীলনে দেখা যায়নি। মেসিসহ অন্যান্য ফুটবলাররা রিকভারি সেশনে সময় কাটিয়েছেন জিমে।

এদিকে, মেসির পায়ে যাতে বল কম যায় তার জন্য সবকিছু করবে বলে জানিয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে। তবে, দলটির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছড়িয়ে পড়া ভাইরাস। এতে আক্রান্ত হয়ে দলের সাথে এদিন অনুশীলন করেননি ৫ ফুটবলার। কিন্তু তাদের নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন ওসমানে ডেম্বেলে।

ডেম্বেলে বলেন, মেসি অন্য লেভেলের ফুটবলার। তার সাথে আমি ৪ বছর বার্সেলোনায় খেলেছি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু এটা বিশ্বকাপ। সব ফুটবলারই চায় বিশ্বকাপ জিততে। আর সেটির জন্য মেসিকে আমাদের রুখতে হবে। সে যেনো কম বল পায় সে জন্য সব কিছু করবো আমরা। প্রতিপক্ষের জন্য মেসি খুবই ভয়ানক।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->