• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:৪৭:৩৮ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

রুশ আগ্রাসন বদলে দিয়েছে পূর্ব ইউরোপের সমরাস্ত্র শিল্পের চিত্র


শুক্রবার ২৫শে নভেম্বর ২০২২ দুপুর ১২:৪৯



রুশ আগ্রাসন বদলে দিয়েছে পূর্ব ইউরোপের সমরাস্ত্র শিল্পের চিত্র

ছবি : সংগৃহীত

ইউক্রেনে রুশ আগ্রাসন পুরোপুরি বদলে দিয়েছে পূর্ব ইউরোপের সমরাস্ত্র শিল্পের চিত্র। ব্যাপক হারে বেড়েছে অঞ্চলটির বিভিন্ন দেশের সমরাস্ত্র সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যস্ততা। দেশগুলো বলছে, স্নায়ু যুদ্ধের পর গেল ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে তাদের এ শিল্প। বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ অস্ত্র ব্যবসায় পূর্ব ইউরোপের শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এপির।

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যেখানে ধুঁকছে বিশ্ব অর্থনীতি, সেখানে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে পূর্ব ইউরোপের অস্ত্র ব্যবসায়। যুদ্ধের পর থেকেই এ অঞ্চলের সমরাস্ত্র শিল্পের ব্যাপক উত্থান ঘটেছে। মূলত পূর্ব ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া শুরু করার পর থেকেই ব্যস্ত সময় পার করছে অঞ্চলটির সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির তথ্য মতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর ইউক্রেন তৃতীয় সর্বোচ্চ সামরিক সহায়তা পাচ্ছে পোল্যান্ড থেকে। এ তালিকায় চেক প্রজাতন্ত্রের অবস্থান ৯ নম্বরে। বিপুল সহায়তা দিচ্ছে পূর্ব ইউরোপের অন্যান্য দেশগুলোও। আর তাতেই ফুলে ফেঁপে উঠেছে অঞ্চলটির সমরাস্ত্র শিল্প।

পোলিশ আর্মামেন্টস গ্রুপের সিইও সেবাস্তিয়ান চওলেক বলেন, এই যুদ্ধ অবশ্যই সমরাস্ত্র ব্যবসায় বিরাট একটি সুযোগ তৈরি করেছে। উন্নতমানের অস্ত্র তৈরি করে পোলিশ প্রতিষ্ঠানগুলো তাদের যোগ্যতা প্রমাণ করেছে। আমরা আমাদের সক্ষমতা বাড়াচ্ছি। অস্ত্রের বাজারে আমাদের ব্যবসার পরিধি বাড়াতেও কাজ করছি আমরা। আমার ধারণা, গোটা বিশ্বেই আগামী ১০ থেকে ১৫ বছরে মধ্যে সমরাস্ত্রের ব্যাপক চাহিদা তৈরি হবে।

চেক প্রজাতন্ত্রের উপ-প্রতিরক্ষামন্ত্রী টমাস কোপেকনি বলেন, রুশ-ইউক্রেন সংঘাত চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা শিল্পের ব্যাপক প্রসার ঘটিয়েছে। গেল ৩০ বছরেও আমাদের এ শিল্পে এতটা উত্থান দেখা যায়নি। অস্ত্র ও সামরিক সরঞ্জাম রফতানিতে এ বছর রেকর্ড গড়েছি আমরা।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে অনেক দেশই প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে বহুগুণ। তাই এখন ইউক্রেন ছাড়াও বিভিন্ন দেশে সমরাস্ত্র সরঞ্জাম বিক্রি করছে পূর্ব ইউরোপের দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ফলে অঞ্চলটির সমরাস্ত্র শিল্পে বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ