স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে এবং টি-২০ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দল ঘোষণা করা হয়। কিউইদের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। আর সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
দুই ফরম্যাটেই দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ইনজুরির কারণে দলে রাখা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদকে। স্কোয়াডে নেই অধিনায়ক সাকিব আল হাসানও। বিশ্বকাপ দলের থাকা স্পিনার নাসুম আহমেদ বাদ পড়েছেন কিউই সিরিজ থেকে। ডাক পেয়েছেন রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
বাংলাদেশের ওডিআই স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
বাংলাদেশের টি-২০ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ জাতীয় দল।আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ২০ ডিসেম্বর নেলসনে ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে গড়াবে পরের দুই ম্যাচ। মাঝে তিনদিন বিরতি দিয়ে ২৭ ডিসেম্বর নেপিয়ারে অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্টমঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে টাইগারদের শেষ দুই ম্যাচ।
মন্তব্য করুনঃ