• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৭:৪০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৬:৪৬ পিএম, ২৭ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

পাবনায় ঋণখেলাপি মামলায় গ্রেফতার ১২ জনসহ ৩৭ কৃষকের জামিন মঞ্জুর


রবিবার ২৭শে নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৪৬



পাবনায় ঋণখেলাপি মামলায় গ্রেফতার ১২ জনসহ ৩৭ কৃষকের জামিন মঞ্জুর

ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর ঋণখেলাপি মামলায় গ্রেফতারকৃত ১২ জনসহ ৩৭ জন কৃষকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ শামসুজ্জামান আসামিদের জামিন মঞ্জুর করেন।

অভিযান চালিয়ে বাংলাদেশ সমবায় ব্যাংকের দায়ের করা ঋণখেলাপি মামলায় ৩৭ জন আসামির মধ্যে ১২ জন কৃষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। আজ সকালে ২৫ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক বাকি ২৫ জনের জামিন মঞ্জুর করেন।

জানা যায়, ২০১৬ সালে ৩৭ জন প্রান্তিক কৃষকের একটি গ্রুপকে বাংলাদেশ সমবায় ব্যাংক জন প্রতি ২৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করে। ঋণ খেলাপির দায়ে ২০২১ সালে ব্যাংকের পক্ষে তৎকালীন ম্যানেজার সৈয়দ মোজাম্মেল হক মাহমুদ বাদী হয়ে ৩৭ জনের নামে মামলা দায়ের করেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->