• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ রাত ০৮:০৬:৫২ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

আমাদের গণতন্ত্র আমরাই চালাবো, কারও ফরমায়েশে চলবে না: ওবায়দুল কাদের


শুক্রবার ২০শে জানুয়ারী ২০২৩ দুপুর ০২:১৩



আমাদের গণতন্ত্র আমরাই চালাবো, কারও ফরমায়েশে চলবে না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

আমাদের গণতন্ত্র আমরাই চালাবো, কারও ফরমায়েশে চলবে না বাংলাদেশের গণতন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২০ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমাদের গণতন্ত্র আমরাই চালাবো, কারও ফরমায়েশে চলবে না বাংলাদেশের গণতন্ত্র। নির্বাচন পর্যবেক্ষণে কোনো বাধা নেই। যে কোনো দেশ থেকেই আসতে পারে পর্যবেক্ষক। আমরা কাউকে বাধা দিবো না।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র না করলেও ষড়যন্ত্রের শিকার হয় আওয়ামী লীগ। বিএনপির ভেতরে কোনো গণতন্ত্র নেই। বিএনপির সম্মেলন শেষ কবে হয়েছিল তা দলটির নেতাদের মনে নেই। এরা আবার আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে আসে। এতে তাদের লজ্জা পাওয়া উচিত।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ