• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সন্ধ্যা ০৬:৫১:৩৫ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

সাভারে বিদ্যুৎ অপচয় রোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত


বুধবার ৯ই নভেম্বর ২০২২ বিকাল ০৩:৩৫



সাভারে বিদ্যুৎ অপচয় রোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত

সাভারে বিদ্যুৎ অপচয় রোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার রাতে সাভারের বিভিন্ন দোকান ও বিপনী বিতানে সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাভার ও আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তার উপস্থিত ছিলেন। 

অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত আলো ব্যবহারকারী দোকান মালিক ও শপিং মলের মালিককে সতর্ক করার পাশাপাশি নগদ অর্থদন্ড প্রদান করা হয়। এসময় শপিংমলগুলোকে সরকার নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। 

দেশের বিদ্যুৎ সংকটময় এই পরিস্থিতিতে বিদ্যুৎ অপচয়রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ