• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:২৪:০২ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে; লড়াইয়ে মেসি ও জিরু


রবিবার ১১ই ডিসেম্বর ২০২২ দুপুর ০২:১২



গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে; লড়াইয়ে মেসি ও জিরু

ছবি : সংগৃহীত

দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অঘটনে ঠাসা কাতার বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই চলছে পুরো দমে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোল শিকারিদেরই খুঁজে পাওয়া যাচ্ছে এই তালিকায়। আর ফুটবল মহাযজ্ঞের শেষ দিকে এসে এই লড়াইয়ের প্রথম তিনটি নাম এমবাপ্পে, মেসি ও জিরু।

কোয়ার্টার ফাইনাল শেষে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে ৫ গোল নিয়ে সবার উপরে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।৪টি করে গোল নিয়ে লড়াইয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ের জিরু। এই তিন খেলোয়াড়ই আছেন শেষ চারে।

৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে থাকা রিচার্লিসন, রাশফোর্ড, সাকা, গনসালো রামোস ও গ্যাকপো বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে। এছাড়া ইনার ভ্যালেন্সিয়া ও আলভারো মোরাতাও করেছেন ৩টি করে গোল।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->