• ঢাকা
  • |
  • রবিবার ২২শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:০১:৫০ (05-May-2024)
  • - ৩৩° সে:

রমজানে ঢাকা থাকবে তিন স্তরের নিরাপত্তায়: ডিএমপি কমিশনার


সোমবার ১১ই মার্চ ২০২৪ দুপুর ০২:০১



রমজানে ঢাকা থাকবে তিন স্তরের নিরাপত্তায়: ডিএমপি কমিশনার

No Caption

চ্যানেল এস ডেস্ক: 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রমজান মাস জুড়ে রাজধানীতে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ও থানা পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করবে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে। 

সোমবার (১১ মার্চ) ডিএমপির সদর দফতরে রমজান উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

 তিনি বলেন, শপিংমল, জুয়েলারি মার্কেট এবং বাজারে থাকবে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা। ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টির অপতৎপরতা ঠেকাতে স্পট চিহ্নিতের, পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিপনি বিতান, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঝুঁকি রোধেও বিশেষ নজরদারি থাকবে। 

বছরজুড়েই রাজধানীর অন্যতম সমস্যা যানজট। এ মাসে যানজট বেড়ে যায় কয়েকগুন। তাই ট্রাফিক নিয়ন্ত্রণে বাড়তি পদক্ষেপ নিতে হয়। মোতায়েন করতে হয় অতিরিক্ত জনবল-এ কথা উল্লেখ করে কমিশনার আরও বলেন, এবারের রমজানেও ঢাকার যানজট নিয়ন্ত্রণে বাড়তি পদক্ষেপ নেয়া হয়েছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে দায়িত্ব পালন করবে থানা পুলিশও। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়া হবে। 

সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ প্রধান জানান, গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ইন্টারসেকশনের মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে বাড়তি পদক্ষেপ নেয়া হবে। 

 রমজানে মজুতদার ও নানারকম কারসাজির মাধ্যমে দাম বৃদ্ধির চেষ্টা করলে তা প্রতিহত করতে, অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে পুলিশ। রমজানে পুরো রাজধানীতে থাকবে তিন স্তরের নিরাপত্তা। ছিনতাই, চাঁদাবাজি নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ