• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রভাবশালীর আশীর্বাদপুষ্ট হয়ে সুবিধা নিলে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা


শনিবার ৪ঠা মে ২০২৪ বিকাল ০৫:১০



প্রভাবশালীর আশীর্বাদপুষ্ট হয়ে সুবিধা নিলে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

প্রভাবশালী ব্যক্তিদের আশির্বাদপুষ্ট হয়ে সুবিধা নেয়ার অভিযোগ এলে প্রার্থিতা বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তাই কোনো প্রার্থী সংসদ সদস্যের আশীর্বাদপুষ্ট হয়ে সুবিধা নিলে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। 

শনিবার (৪ মে) সকালে রাজশাহীতে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। এতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

ভোটারবিহীন নির্বাচনে আনন্দ ও সৌন্দর্য নেই উল্লেখ করে ইসি রাশেদা সুলতানা বলেন, উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। ভোটে প্রভাব খাটালে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->