চ্যানেল এস ডেস্ক:
ঢাকার অদূরে সাভার উপজেলার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার রাতে সাভার পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জিরাবো মর্ডান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী লেনে সাভার পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
জিরাবো মর্ডান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের (ঢাকা অঞ্চল-৪) উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। স্থানীয় লোকজন জানান, দুর্বৃত্তরা বাসের পেছনের দিকে আগুন লাগিয়ে দিলে যাত্রীসহ সবাই বাস থেকে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। বাসের মালিক মামলা করবেন বলে জানিয়েছেন।
মন্তব্য করুনঃ