চ্যানেল এস ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। তারা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। তাদের স্বজন ও চিকিৎসকরা জানান, একদল ব্যক্তি সাদাপোশাকে হাসপাতাল থেকে তাঁদের তুলে নিয়ে যান। সে সময় তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। পরে রাতে তিনজনকে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করে ডিবির অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম জানান, নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। এই তিনজনকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল।
মন্তব্য করুনঃ