• ঢাকা
  • |
  • শনিবার ২১শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:১৮:৪০ (04-May-2024)
  • - ৩৩° সে:

স্বীকৃতি না দিলেও বিরোধী দলের ভূমিকায় থাকব: চুন্নু


শনিবার ২৭শে জানুয়ারী ২০২৪ দুপুর ০১:৪৬



স্বীকৃতি না দিলেও বিরোধী দলের ভূমিকায় থাকব: চুন্নু

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক:  

স্বীকৃতি না দিলেও জাতীয় পার্টি (জাপা) সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
 
জাপা মহাসচিব বলেন, ‘সংসদে স্পিকার স্বীকৃতি দিলেও আমরা বিরোধী দল, না দিলেও বিরোধী দলের ভূমিকায় থাকবে জাতীয় পার্টি।’ 

মুজিবুল হক বলেন, রওশন এরশাদকে সামনে রেখে নতুন কেউ কোনো দল করলে তাদের স্বাগত জানাই। কেউ নতুন দল করলেও মূল জাতীয় পার্টির কিছুই হয়নি, হবেও না।’ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২৯৯টি আসনের মধ্যে মাত্র ১১টি আসনে জয় পেয়েছে। নির্বাচনে দলটির বেশিরভাগ প্রার্থীই জামানত হারিয়েছেন। তবে চমক জাগিয়ে ৬২টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তাই সংসদে কারা হবে বিরোধী দল এ নিয়ে চলছে আলোচনা। 

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, দল হিসেবে জাতীয় পার্টিই বিরোধী দল। আর স্বতন্ত্ররা স্বতন্ত্রই।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ