• ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩১ রাত ১২:৪২:১২ (17-Apr-2024)
  • - ৩৩° সে:

ভারত থেকে দেশে ফিরেছে শিশু সহ ৫ বাংলাদেশী


শুক্রবার ১৩ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৩৫



ভারত থেকে দেশে ফিরেছে শিশু সহ ৫ বাংলাদেশী

দেশে ফেরত আসা ৫ বাংলাদেশী।

জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি : 

দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া শিশু সহ ৫ বাংলাদেশী নাগরিক। ২ বছর জেল খেটে শুক্রবার(১৩ জানুয়ারী) বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেন তারা। 

ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তাদের হস্তান্তর করেন। 

ফেরত আসা বাংলাদেশী নাগরিকরা হলেন, বাগেরহাট জেলার রাজাপুর উপজেলার শরণখোলা গ্রামের জালাল হাওলাদারের ছেলে কাওছার হাওলাদার (৪৮),কুলসুম খাতুন (৩৪),মুছা হাওলাদার (১৬),আমানুল হাওলাদার (৫)ও যশোর জেলার শার্শা উপজেলার ২নং ঘিবা গ্রামের মুজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩)। 

এরা ভারতের গুয়া কুলাআড়ি সেন্ট্রাল কারাগারে বন্দি ছিলেন। 

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ।

এদের পরিবারের সাথে যোগাযোগ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জাস্টিন এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া খাতুন। 

মন্তব্য করুনঃ