• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৩৩:১৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়


বৃহঃস্পতিবার ২৫শে জুলাই ২০২৪ বিকাল ০৩:১২



অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয়। গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে এতথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। 

বুধবার রাজধানীতে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি জানানোর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তাই এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।  এদিকে এইচ এসসির স্থগিত পরিক্ষা ১১ আগস্টের পর শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->