• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৫৭:০৮ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

ইসির আহ্বানে সাড়া দিয়েছে আইন মন্ত্রণালয়


বুধবার ৩০শে নভেম্বর ২০২২ দুপুর ০১:৪৭



ইসির আহ্বানে সাড়া দিয়েছে আইন মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

তিন দফা লিখিত তাগাদা দেয়ার পর অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) আহ্বানে সাড়া দিয়েছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব যাচাই বাছাই চলছে।

মূলত, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরপিওতে কিছু সংশোধন আনার জন্য গত ৮ আগস্ট আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে একটি খসড়া পাঠায় ইসি। কিন্তু তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো সাড়া না পেয়ে পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর দুই দফা চিঠি পাঠানো হয় ইসির পক্ষ থেকে। তবে তাতেও কাঙ্ক্ষিত জবাব মেলেনি।

এ অবস্থায় সবশেষ গত ২৭ নভেম্বর তৃতীয় দফায় আরপিও সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়কে পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানানোর জন্য ‘শেষবারের মতো’ অনুরোধ জানানো হলো। এরপরই সাড়া দিলো আইন মন্ত্রণালয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ