• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৪৯:৩৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

বিশ্বকাপের দল ঘোষণা, জায়গা হয়নি সাইফউদ্দিনের


মঙ্গলবার ১৪ই মে ২০২৪ দুপুর ০১:৩১



বিশ্বকাপের দল ঘোষণা, জায়গা হয়নি সাইফউদ্দিনের

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। চোটে পড়া তাসকিন দলে থাকলেও বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। 

বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে তাসকিন আহমেদের কাঁধে। ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে দুই অভিজ্ঞ সৌম্য সরকার ও লিটন দাসকে। তাদের সঙ্গে আছেন তরুণ বাঁহাতি তানজিদ হাসান তামিম। মিডল অর্ডার সামলাবেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। স্পিনার হিসেবে রয়েছেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।

বিশ্বকাপের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, লিটন দাস, সঊম্য সরকার, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->