• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৪২:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

১২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়লো মঙ্গোলিয়া


বৃহঃস্পতিবার ৯ই মে ২০২৪ সকাল ১১:৫৩



১২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়লো মঙ্গোলিয়া

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ রানে অলআউট হয়ে দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়লো মঙ্গোলিয়া। প্রথমে ব্যাটিং এ নেমে ২০ ওভারে মঙ্গোলিয়াকে ২১৮ রানের টার্গেট দেয় জাপান। জবাবে ব্যাটিং এ নেমে দারুণ বিপর্যয়ে পড়ে মঙ্গোলিয়ার ব্যাটাররা। ১১ জন ব্যাটার মিলে করেছেন মাত্র ১২ রান।

সবচেয়ে কম ১০ রানে অলআউট হওয়ার রেকর্ডটা আইল অব ম্যানের। আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ৮.৪ ওভার ব্যাট করে ১০ রানে অলআউট হয়েছিল।

জাপানের বিপক্ষে মঙ্গোলিয়ার ব্যাটিং টিকেছে ৮.২ ওভার। এটি ছিল জাপান-মঙ্গোলিয়া ৭ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। সাবোরিশ রবিচন্দ্রনের ৬৯ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তোলে জাপান।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই উইকেট হারায় মঙ্গোলিয়া। তবে দলটি যে ১২ রানে অলআউট হয়ে যাবে, সেটি পঞ্চম ওভারেও বোঝা যায়নি। ৫ উইকেটে ১০ রান তুলে ফেলার পর বাকি ৫ উইকেট চলে যায় মাত্র ২ রানে। ৬ জনই আউট হন শূন্য রানে। সর্বোচ্চ ৪ রান করেন একজন। জাপানের হয়ে ৩.২ ওভার বল করে ৭ রানে ৫ উইকেট নেন বাঁহাতি পেসার কাজুমা কাতো-স্টাফোর্ড।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->