• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩১:২০ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

ট্রেনের টিকিট কালোবাজারি, সহজ ডটকমের অফিস সহকারীসহ গ্রেপ্তার ৯


শুক্রবার ২২শে মার্চ ২০২৪ দুপুর ০১:১৭



ট্রেনের টিকিট কালোবাজারি, সহজ ডটকমের অফিস সহকারীসহ গ্রেপ্তার ৯

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা সহজ ডটকমের অফিস সহকারী ও অপারেটরসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে র‌্যাব-৩। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করা ট্রেনের টিকিট জব্দ করা হয়েছে। 

র‌্যাব জানায়, কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজ ডটকমে অফিস সহকারী মিজান ঢালী ছাড়াও অপারেটর ও অপর দুজনসহ টিকিট কালোবাজারি চক্রের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার (২২ মার্চ) কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ