• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:০৩:২৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৬:৫৬ পিএম, ০৭ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর
অপরাধ

বেনাপোলে ৯টি স্বর্ণের বার জব্দ, গ্রেফতার-১


সোমবার ৭ই নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৫৬



বেনাপোলে ৯টি স্বর্ণের বার জব্দ, গ্রেফতার-১

ছবি : সংগৃহীত

ভারতে পাচারের সময় বেনাপোলে ৯টি স্বর্ণের বারসহ এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

জব্দকৃত ১ কেজি ৪৪ গ্রাম স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে সিদ্দিকুর রহমান (৪৫) নামে ওই পাচারকারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকানো বারগুলো উদ্ধার করা হয়। আটক সিদ্দিকুর রহমান বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গণী মোল্লার ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী একজন যাত্রী স্বর্ণের একটি বড় চালান নিয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে ইমিগ্রেশন এলাকা থেকে সিদ্দিকুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->