• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৩৫:০৬ (16-Apr-2024)
  • - ৩৩° সে:

যৌথভাবে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা এখন অলিভিয়ের


বুধবার ২৩শে নভেম্বর ২০২২ দুপুর ০২:১০



যৌথভাবে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা এখন অলিভিয়ের

ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ গোলের দাপুটে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। জোড়া গোল দিয়ে এ জয়ে বড় ভূমিকা রেখেছেন ৩৬ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড অলিভিয়ের। এই ম্যাচে জোড়া গোল দিয়ে জিরু গড়েছেন দারুণ এক রেকর্ড। থিয়েরি অঁরির সাথে যৌথভাবে তিনি এখন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা।

বুধবার (২৩ নভেম্বর) আল ওয়াকরাহ স্টেডিয়ামে গ্রুপ ডি এর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হন দিদিয়ের দেশম শিষ্যরা। এ ম্যাচের ৩২ ও ৭১ মিনিটে সকারুজদের জালে দুইবার বল জড়ান ফ্রেঞ্চ ফরোয়ার্ড অলিভিয়ের। দ্বিতীয় গোলটি দেয়ার সাথে সাথে ফ্রেঞ্চ ফুটবলের ইতিহাসে উঠে যায় অলিভিয়ের নাম।

অলিভিয়ের এখন যৌথভাবে ফ্রান্সের শীর্ষ গোলদাতা। এ রেকর্ড এতোদিন ছিল আরেক ফ্রেঞ্চ লিজেন্ড থিয়েরি অঁরির দখলে। তবে অলিভিয়ের এখানে এগিয়ে আছেন; ১১৫ ম্যাচে ৫১ গোল করতে অঁরির চেয়ে কম খেলেছেন ৮ ম্যাচ। আর, ৫১ গোল করতে অঁরির লেগেছিল ১২৩ ম্যাচ।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে দাপুটে সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথম ম্যাচে ৪-১ গোল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। ম্যাচের ৮ মিনিটে ক্রেইগ গুডউইনের অস্ট্রেলিয়ানরা এগিয়ে গেলেও ২৮ মিনিটে আদ্রিয়েন রাবিওটের গোলে সমতায় ফেরে ফ্রান্স। এরপর, ৩১ মিনিটে নিজের প্রথম গোলটি করেন জিরু। ম্যাচের ৬৭ মিনিটে এমবাপ্পের গোলে আরও একদফা এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর, ৭১ মিনিটে অস্ট্রেলিয়ার পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন জিরু। ব্যক্তিগত তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা জিরু জোড়া গোলের পাশাপাশি নাম ওঠালেন রেকর্ডবুকেও।

মন্তব্য করুনঃ