• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫৪:০২ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৮:৩০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
বাংলাদেশ

দুই লাখ ইভিএম কিনতে প্রায় ৯ হাজার কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন


সোমবার ১৯শে সেপ্টেম্বর ২০২২ সকাল ০৮:৩০



দুই লাখ ইভিএম কিনতে প্রায় ৯ হাজার কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করেছে  নির্বাচন কমিশন

ফাইল ছবি

আরও ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে এ প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারের অনুমোদনের জন্য এ প্রকল্প এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। দুপুরে কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব কমিশন অনুমোদন করেছে।

এই প্রকল্পের আওতায় প্রায় দুই লাখ ইভিএম কেনা হবে। এ ছাড়া ইভিএম সংরক্ষণে জনবল তৈরি ও প্রশিক্ষণের জন্য এখানে ব্যয় রাখা হয়েছে। রাজনৈতিক বিতর্কের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তাদের হাতে এখন দেড় লাখ ইভিএম আছে। এক দিনে ১৫০ আসনে ভোট করতে হলে আরও প্রায় ২ লাখ ইভিএম প্রয়োজন হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->