• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ রাত ০৯:০৮:০৬ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

এবার জিততে চাই সোনালী ট্রফিটা: মেসি


রবিবার ১৩ই নভেম্বর ২০২২ দুপুর ১২:১৫



এবার জিততে চাই সোনালী ট্রফিটা: মেসি

ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলটা মানসিক শক্তিতে ২০১৪ সালের দলটার মতোই। তবে এবার আর ফাইনালে থেমে যেতে চায় না আলবিসেলেস্তেরা। জিততে চায় সোনালি ট্রফি। ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার কয়েক ঘণ্টা পরই আর্জেন্টাইন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন লিওনেল মেসি।

হয়তো এটাইশেষ, নয়তো আরও কিছুসময় তারাহয়ে জ্বলজ্বলকরবেন ফুটবলদুনিয়ায়। এবারইহতে যাচ্ছেনা তোআর্জেন্টাইন ফুটবলসুপারস্টার লিওনেলমেসির শেষবিশ্বকাপ! যদি কাতার বিশ্বকাপইলিওর শেষবিশ্ব আসরহয় এবংশিরোপাটা হাতেওঠে তার, তবে আর্জেন্টাইনসমর্থকদের খুশিরমাত্রাটা কিছাড়িয়ে যাবেনা যেকোনো কিছুকে? ৩৬ বছরেরঅপেক্ষার অবসানেরসঙ্গে মিটবেএকটা বিশ্বশিরোপার তৃষ্ণা।

বিশ্বকাপ ক্রিকেটেবুঁদ হয়েথাকা ক্রীড়াপ্রেমীদেরমধ্যে এখনোফুটবলের সেইউন্মাদনাটা সেভাবেশুরু হয়নি।তবে বিশ্বকাপেরআগে লিওনেলমেসিকে অধিনায়ককরে ২৬সদস্যের স্কোয়াডঘোষণা করেছেআর্জেন্টাইন বসলিওনেল স্ক্যালোনি।মেসির শেষবিশ্বকাপ ঘিরেপ্রত্যশার খাতাটাতাই আরওবড় হচ্ছে।

বিশ্বকাপের আগেস্কোয়াড ওফ্যানদের উদ্দেশেআর্জেন্টাইন গণমাধ্যমদারিও ওলেতেকথা বলেছেনফুটবলের খুদেজাদুকর। এবারেরস্কোয়াডের সঙ্গে২০১৪ বিশ্বকাপেরদলে বেশমিল খুঁজেপাচ্ছেন মেসি।২০১৪ সালেব্রাজিল বিশ্বকাপেরফাইনালে উঠেওশিরোপার স্বাদগ্রহণ করতেপারেনি আলবিসেলেস্তেরা।১৪ বিশ্বকাপেরদলের সঙ্গেএবারের দলেরমানসিক শক্তিও একাগ্রতায়মিল খুঁজেপাচ্ছেন লিও।

আর্জেন্টাইন সুপারস্টারবলেন, ‘এবারের বিশ্বকাপের স্কোয়াডেরসঙ্গে ২০১৪বিশ্বকাপের স্কোয়াডেআমি অনেকমিল খুঁজেপাই। সেইদলটায় যেইমানসিক দৃঢ়তাআমি দেখেছিএবারের স্কোয়াডেওসেই একইএকাগ্রতা আমিদেখতে পাচ্ছি।আসরের প্রথমম্যাচটায় আমরাজিততে চাই।এরপর সেইআত্মবিশ্বাস কাজেলাগিয়ে পরবর্তীম্যাচগুলোতেও জয়েরপ্রত্যাশা। তবেপ্রত্যাশার চাপটাওঅনেকখানি। এছাড়া এবারেরবিশ্বকাপে যেকোনো কিছুইঘটতে পারে।তাই শুরুথেকেই একইছন্দে খেলতেহবে। গ্রুপেরযে কোনোপ্রতিপক্ষের বিপক্ষেসমানভাবেই লড়াইকরতে হবে।’

এদিকে বিশ্বজুড়েছড়িয়ে ছিটিয়েথাকা আর্জেন্টাইনভক্তদের সমর্থনেরজন্য কৃতজ্ঞতাওজানিয়েছেন আর্জেন্টাইনতারকা। নিজেরশেষ বিশ্বকাপেশতভাগ উজাড়করে খেলারপ্রত্যাশা তার।

৭ ব্যালনডি’অর জয়ী তারকাবলেন, ‘সমর্থকদের যেভাবেআমরা সবসময়পাশে পাই, তাতে আমিকৃতজ্ঞ। ভক্তদেরপ্রত্যাশা পূরণেশতভাগ দিয়েখেলবো আমরা।আশা করি, সেরা সাফল্যনিয়েই ফিরেআসতে পারবো।ঈশ্বর সহায়হোন।’

মেসির এমনপ্রত্যাশার পরআর্জেন্টাইন ভক্তদেরমধ্যেই নিশ্চয়ইপ্রত্যাশা আরওবেড়ে গেছে।ক্যারিয়ারের শেষবিশ্বকাপটা রাঙিনকরতে মুখিয়েবিশ্বের অন্যতমসেরা এইফুটবলার।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ