• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০০:৩৭ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

পারিবারিক কারণে আইপিএল থেকে দেশে ফিরতে হলো লিটনকে


শনিবার ২৯শে এপ্রিল ২০২৩ বিকাল ০৪:২১



পারিবারিক কারণে আইপিএল থেকে দেশে ফিরতে হলো লিটনকে

ছবি সংগ্রহীত

জরুরি পারিবারিক কারণে শুক্রবার সকালে দেশে ফিরেছেন লিটন দাস। আইপিএলে তার দল কলকাতা নাইটরাইডার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি পারিবারিক কারণে তার ফিরে যাওয়া। কেকেআরে লিটনের সময়টা ভালো যাচ্ছিল না। মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম আইপিএলে খেলতে নেমে ব্যর্থ হন লিটন। চার বলে চার রান করে আউট হন। কিপিংয়ে দুটি স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন। এরপর আর খেলার সুযোগ পাননি। পরের দুই ম্যাচে ইমপ্যাক্ট ক্রিকেটারের তালিকায় তার নাম ছিল।

৯ এপ্রিল ভারতে যান লিটন। ২০ এপ্রিল আইপিএলে তার অভিষেক হয়। সব মিলিয়ে ১৮ দিন ছিলেন। আইপিএলে আবার তার খেলতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

৫ মে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল লিটনের। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল সিলেটে তিনদিনের অনুশীলন ক্যাম্প করছে। আজ শেষ হবে ক্যাম্প।

আগেভাগে দেশে ফেরায় জাতীয় দলের সঙ্গেই লিটন ইংল্যান্ড যাবেন কি না, তা নিশ্চিত হয়নি। বাংলাদেশ দলের ৩০ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে। ৫ মে চেমসফোর্ডে প্রস্তুতি ম্যাচ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->