• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৪০:৪৪ (02-May-2024)
  • - ৩৩° সে:

শ্রীলঙ্কা লিগ খেলা হচ্ছে না তাসকিনের


বুধবার ২৬শে জুলাই ২০২৩ দুপুর ১২:০৩



শ্রীলঙ্কা লিগ খেলা হচ্ছে না তাসকিনের

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে শ্রীলঙ্কার টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অনুমতি পাননি পেসার তাসকিন আহমেদ। ফলে ডাক পেয়েও সেখানে অংশ নিতে পারবেন না তিনি। এর আগে শ্রীলঙ্কায় খেলার জন্য বিসিবির কাছে অনুমতি চান বাংলাদেশি পেসার। 

আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এবারের লঙ্কান প্রিমিয়ার লিগ। এই আসরে ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। এরপরে বিসিবিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে খেলার অনুমতি চান ডানহাতি এই পেসার। তবে বিসিবি তাকে খেলার অনুমতি দেয়নি। 

এ দিকে তাসকিন অনুমতি না পেলেও লঙ্কান লিগে খেলার অনুমতি পেয়েছেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। আর ডাক পেলেও আরেক পেসার শরিফুল ইসলাম ছাড়পত্রের জন্য বিসিবির নিকট আবেদন করেননি। মূলত এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে তাসকিনকে খেলার অনুমতি দেয়া হয়নি। 

এই মুহূর্তে জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে খেলছেন তাসকিন। তবে এই টুর্নামেন্ট শেষে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এই বোলার বিশ্রামে থাকুক, এমনটিই চায় বিসিবি। ফলে চোটের কথা মাথায় রেখে তাকে শ্রীলঙ্কা যাওয়ার অনুমতি দেয়া হয়নি, এমনটিই ধারণা করা হচ্ছে। এর আগে পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএলেও ডাক পেয়ে চোটের কথা মাথায় রেখে টুর্নামেন্টগুলোতে খেলেননি তাসকিন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ