• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৪৭:২৩ (17-May-2024)
  • - ৩৩° সে:

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ডিপিএল খেলছেন ৪ ক্রিকেটার


মঙ্গলবার ৩০শে এপ্রিল ২০২৪ দুপুর ০১:০৭



জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ডিপিএল খেলছেন ৪ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

চট্টগ্রামে চলমান জাতীয় দলের ক্যাম্প ছেড়ে হঠাৎই ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছেন চার ক্রিকেটার। তারা মাঠে নেমেছেন দুই শক্তিধর ক্লাব আবাহনী ও মোহামেডানের হয়ে। তিন মে থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন এই চার ক্রিকেটার। তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তানজিম সাকিব ও তানভীর ইসলাম।

১০ ক্রিকেটার জাতীয় দলে যাওয়ায় একাদশ গড়তে হিমশিম খাওয়ার কথা আগেরদিনই স্বীকার করেছিলেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। বলেছিলেন তার হাতে ফিট ক্রিকেটার আছে মাত্র ছয়জন। যার পরিপ্রেক্ষিতে জাতীয় দল ম্যানেজমেন্টের কাছে আবেদন করে ক্লাবটি। সবুজ সঙ্কেত পেয়ে আফিফ হোসেন, স্পিনার তানভীর ইসলাম ও পেসার তানজিম হাসান সাকিবকে চট্টগ্রাম থেকে উড়িয়ে আনে তারা।

সুযোগ কাজে লাগায় মোহামেডানও। তাদের হয়ে খেলতে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ক্ষমতাধর বড় দুই ক্লাবের হয়ে মাঠে নেমেছেন এই চার ক্রিকেটার।

এদিকে, এই ম্যাচ দিয়ে আবারও ঢাকা লিগে প্রত্যাবর্তন করলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর সুপার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে শেখ জামালের হয়ে মাঠে নেমেছেন এই অলরাউন্ডার। বিকেএসপিতে শেখ জামাল খেলছে শিরোপা প্রত্যাশী আবাহনীর বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ১৩ ম্যাচের সবগুলোই জিতেছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ