• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৪:৫০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

পাবনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


বৃহঃস্পতিবার ১৫ই ডিসেম্বর ২০২২ দুপুর ০১:৫৩



পাবনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ছবি : সংগৃহীত

এম জে সুলভ, পাবনা প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

বুধবার(১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এডভোকেট শাহ আলম, সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা ও জেলা শ্রমিক লীগের সভাপতি ফোরকান আলী সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->