• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:১৫:৩৩ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী


শনিবার ২৫শে মার্চ ২০২৩ বিকাল ০৩:০৪



গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন। শনিবার (২৫ মার্চ) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সূচনা বক্তব্যে তিনি এ দাবি জানান। 

বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। 

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। 

সভায় শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধের সময় সাড়ে সাত কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষ গৃহহারা হয়, এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। রাস্তায় রাস্তায় লাশ পড়ে ছিল, শেয়াল-কুকুরে তা খেয়েছে। মা-বোনদের ক্যাম্পে ধরে নিয়ে পাশবিক অত্যাচার করা হয়েছে। ওই বর্বরতা ও নির্যাতনের কথা পুরো বিশ্বের মানুষ জানে। এ অবস্থায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক, সেটাই আমরা চাই।’ 

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে অন্ধকার যুগে ফিরিয়ে নেয়ার চেষ্টা চলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‌‌‘আমাদের দুর্ভাগ্য পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। ১৫ আগস্টের পরে ৩ নভেম্বর জাতির পিতার পরে চার জাতীয় নেতাকেও কারাগারে হত্যা করা হয়। আমি শুধু এটুকু বলবো, শহীদদের রক্ত বৃথা যায় না। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তার ওপর ভিত্তি করেই উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চাই।’

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ